Monday, January 9, 2023

দৌলতপুরে খবর প্রকাশের পর অভিযান ইটভাটায়




বছরে মোট খড়ি পোড়ানোর হিসাব, ইটের বার্ষিক বাণিজ্য এবং অবৈধ ২৮ ইট ভাটার বিস্তারিত তুলে ধরে সম্প্রতি খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তার প্রেক্ষিতে কুষ্টিয়ার দৌলতপুরে বাড়তি নজর দেয় সংশ্লিষ্ট প্রশাসন। প্রতিবেদকেরা কথা বলেন স্থানীয় ও জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং  বনবিভাগেও। সোমবার ৯ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর ও দৌলতপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬ টি ইট ভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার কর্মকর্তারা এই অভিযান দিনভর পরিচালনা করেন।

উপজেলার ডাংমড়কা বাজার সংলগ্ন এম. আর. এন ব্রিক্স  এর স্বত্বাধিকারি সমেদ আলী শামীমকে তিন লাখ টাকা, একই এলাকার এন.বি.এল ব্রিক্স এর সত্তাধিকার মোহায়মেনুল হক কে ৫ লাখ, আদাবাড়ীয়ার  আর. ইউ .বি ব্রিকস এর স্বত্বাধিকারি রাজনকে ৫ লাখ,
কিশোরীনগর গ্রামের এস.আর.বি ব্রিক্স এর সত্তাধিকারি আহসান হাবিবকে তিন লাখ, দুঃখিপুর এলাকার  আর. এন. বি ব্রিকস এর স্বত্বাধিকারি আরিফুল ইসলামকে তিন লাখ টাকা এবং  গ্রাগপুর মাঠপাড়ার বি.এস.বি ব্রিকসের স্বত্বাধিকারি জাহাঙ্গীর আলমকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে দেয়া হয় প্রায় দু'লাখ কাঁচা ইট।

অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

No comments:

Post a Comment

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...