কুষ্টিয়ার দৌলতপুর থানার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া।
শনিবার দুপুরে দৌলতপুর থানার নিজস্ব সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক কুষ্টিয়া সভানেত্রী দিলরুবা আলম, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, সভাপতিত্ব করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। এসময় দৌলতপুর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন দৌলতপুরে বর্তমান সকল গ্রাম পুলিশ। অনুষ্ঠানে অন্তত দেড়শো জনকে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে গ্রাম পুলিশের পক্ষে বক্তব্য দেন গ্রাম পুলিশ মিরাজুল , আশরাফুল ও শাহ আলম।
আলোচনা পর্বে অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন, পুনাক সদস্য পুলিশ কর্মকর্তা রেশমা বেগম এবং পার্শ্ববর্তী ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার আহ্বায়ক তাশরিক সঞ্চয়, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বীন জোহানী তুহিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোতাচ্ছিম বিল্লাহ।
No comments:
Post a Comment