Monday, January 16, 2023

কুষ্টিয়ায় কাউন্সিলরের উপর হামলার মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কারাগারে

 কুষ্টিয়ায় কাউন্সিলরের উপর হামলার মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কারাগারে 



কুষ্টিয়া শহরের পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর উপর অতর্কিতভাবে হামলা চালানোর ঘটনার মামলায় পোরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে কারাগারে প্রেরন করেছেন আদালত। 

রবিবার (১৫ জানুয়ারী) দুপুরের দিকে কুষ্টিয়া সদরের নিম্ন আদালতের বিচারক তাকে কাউন্সিলর সঞ্জুর উপর হামলার ঘটনার মামলায় জামিন না দিয়ে আব্দুল মান্নানকে জেল হাজতে প্রেরন করেছেন বলে জানা গেছে। 

সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ১০ জানুয়ারী) সকালে আবু জাহিদ সঞ্জু মোটর সাইকেল যোগে বাড়াদী ভাগাড়পাড়া মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের নেতৃত্বে  পূর্বপরিকল্পিতভাবে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এসময় আবু জাহিদ সঞ্জু সহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। এতে কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর মাথায় ১০ টা ও হাতে ৩ টা সেলাই ও সঞ্জু'র অন্য ভাই তঞ্জুর মাথায় ২৬ টা সেলাই দেওয়া হয়েছে। 

 হামলার ঘটনার পর দিন (১১ জানুয়ারী)  কুষ্টিয়া মডেল থানায় ৯ জনকে আসামী করে ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ এবং ১১৪ ধারায় মামলা দায়ের করেন ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জু'র ভাই রাজু আহম্মেদ । যার মামলা নং ২৪, তারিখ ১১ জানুয়ারী ২০২৩ ইং । সেই মামলার তিন নাম্বার আসামী ছিলেন কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান।

No comments:

Post a Comment

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...