Monday, January 2, 2023

মেসি-নেইমারের অভাব হাড়ে হাড়ে টের পেলো এমবাপ্পেরা

 ছবি: সংগৃহীত


হার দিয়ে বছর শুরু করলো পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে লেঁসের কাছে ৩-১ গোলে পরাস্ত হয়েছে এমবাপ্পেরা। মেসি-নেইমারবিহীন পিএসজি কতটা অসহায় হয়ে পড়েছিল সেটা পুরো ম্যাচেই দেখা যায়। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো পিএসজি।

বিশ্বকাপ জয়ের আমেজে থাকা মেসি এখনো ফেরননি দলে। আর আগের ম্যাচে লাল কার্ডের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমার। কিলিয়ান এমবাপ্পে কয়েক দফা ঝলক দেখালেও খুব একটা কার্যকর ছিলেন না।নিজেদের ঘরের মাঠে অ্যাডাম ফ্রাঙ্কোভস্কির দুর্দান্ত গোলে খেলার ৫ মিনিটেই লিড নেয় লেঁস। ৩ মিনিট পর অবশ্য একিটিকের গোলে সমতায় ফেরে পিএসজি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারিদের সমতা। ২৮ মিনিটে স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে নেন লোইস ওপেন্দা। ২-১ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় গালতিয়ারের শীষ্যরা।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ক্লদ মরিসের গোলে ব্যবধান বাড়ায় লেঁস। ৩-১ গোলে পিছিয়ে পড়ে কিছুটা মরিয়া দেখা গেলেও মেসি-নেইমারের অভাব বড্ড টের পায় পিএসজি। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।


No comments:

Post a Comment

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...