স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা প্যানেলের দুই শতাধিক নেতা-কর্মী জাহাঙ্গীর কবির লিপ্টন এর প্যানেলে যোগদান করেছে। গতকাল দুপুরে মৃত্তিকাপাড়া গ্রামের আতিয়ার রহমান ও সাইফুল ইসলামের বাড়ীতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন ও উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কার সিদ্দিক এর হাতে ফুলদিয়ে তাদের প্যানেলের দুই শতাধিক নেতা-কর্মী যোগদান করেন।
এসময় উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিয়ার রহমান, উজানগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ মন্ডল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ একব্বার হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহিন আলম, উজানগ্রাম ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ সাবানা খাতুন, ইউপি সদস্য মোঃ সাদ আহম্মেদ, মোঃ ইসকান্দার, শাজাহান, বিশিষ্ট সমাজসেবক মোঃ জামাত আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম, মোঃ শফিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নেতাদের সাথে কর্মীদের দুরত্ব, সাংগঠনিক কার্যক্রম না থাকা সহ নানা অভিযোগে তৃণমুলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দীর্ঘ ¶োভ হতাশার কারনে এই প্যানেল পরিবর্তন বলে জানিয়েছে যোগদানকারী নেতা-কর্মীরা।
No comments:
Post a Comment