কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মেডিকেল কলেজ সংলগ্ন রহিমপুরে ১৩ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে চলছে‘ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প’। শিল্পভাবনা প্রকাশের নতুন পথ সন্ধানের উদ্দেশ্য সামনে রেখে ২০০৭ সাল থেকে যাত্রা শুরু করে এই আর্ট ক্যাম্প।
এই সময়ের সাম্প্রতিক প্রতিপাদ্যকে সামনে রেখে (২৫ ডিসেম্বর) রবিবার থেকে শুরু হয় ৫ দিন ব্যাপি ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প।
আজ শুক্রবার শেষ হলো এই আর্ট ক্যাম্প। বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের প্রায় ২৮ জন শিল্পী এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন
এখানে শিল্প নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয় স্থানীয় বিবিধ উপাদান ও পারিপার্শ্বিক প্রতিবেশ। স্থানীয় পরিবেশের সঙ্গে সমন্বিতভাবে শিল্প চর্চার ধারাকে সামনে এগিয়ে নিতে ক্যাম্পের শিল্পীরা কাজ করেন এখানে।
এখানে ঘুরতে আসা দর্শনার্থী বলেন পুরনো যে সংস্কৃতি সেই সংস্কৃতির সেই শিল্পকর্মকে তারা তুলে ধরছেন দেখে ভালো লাগছে আমাদের দেশে তারা আসা এটা দেশের জন্য গর্ভবোধ মনে করেন।
কুষ্টিয়ায় এই আর্ট ক্যাম্পটির সূচনা হয়েছিল বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে। ২০০৭ সাল থেকে আর্ট ক্যাম্পটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
No comments:
Post a Comment