কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১০নং পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামের লক্ষন কুমার দাস পিতা হরিপদ দাস অদ্য ১১/০৯/২০২২ তারিখে ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্রণোদিত হয়ে সপরিবারে ইসলাম গ্রহন করেন। এখন তার বর্তমান নাম মোঃ আব্দুল্লাহ ইসলাম। সে পেশায় সেলুনের কাজ করেন। ইসলাম গ্রহনের পর খুব অসহায়ত্ব ও কর্মহীন অবস্থার
সৃষ্টি হলে সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন
Youth Development Forum এর উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সবার সহযোগিতার মাধ্যমে ১,৪৮,৮০০/= টাকা ব্যয়ে পান্টি পপি সুপার মার্কেটে একটি আধুনিক সেলুন ঘর প্রদান করা হয়।
সেলুন ঘর উদ্বোধনী অনুষ্ঠান YDF চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এর সভাপতিত্বে Geust OF Honour ছিলেন সর্বজন শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম নান্নু,সাবেক সহকারি প্রধান শিক্ষক,পান্টি মাধ্যমিক বিদ্যালয়। প্রধান অতিথি ছিলেন জনাব জিল্লুর রহমান, উপদেষ্টা সদস্য YDF। বিশেষ অতিথি বার বার নির্বাচিত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার জনাব রাশিদুজ্জামান তুষার, চেয়ারম্যান, ৯নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব সদর
উদ্দিন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ি বাদশাহ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ি মোহন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ি নওশের আলী, হাফেজ মনিরুল ইসলাম, কামরুজ্জান রনি, ইমরান হোসেন সহ YDF এর সদস্য বৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহাদাত হোসেন। মহান সুবহানুতায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন
No comments:
Post a Comment