মৃত্যু যন্ত্রণায় কাতর মা'কে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে যান আন্দোলনের বাজার পত্রিকার জ্যোষ্ঠ সাংবাদিক অর্পণ মাহমুদ।জানা যায়, গতকাল মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের গেটের মুখে পৌছানো মাত্রই তাঁর মায়ের অবস্থা আরও বেশি আশঙ্কাজনক হয়ে উঠে।স্ট্রেচার না পাওয়ায় তাঁকে জরুরি বিভাগের সেবা কক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয় না।এমতাবস্থায় কর্তব্যরত চিকিৎসক ইকবাল হাসান শোভনকে অনুনয়, বিনয় করেও তাঁর(অর্পণ)দেখানো সম্ভব হয় না। ফলে সেখানেই তাঁর মায়ের মৃত্যু হয়।
হাসপাতালে উপস্থিত জনতা সূত্রে জানা যায়,সাংবাদিক অর্পণ মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় তাঁর মাকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারকে চরম অনুনয়, বিনয় করেন।এভাবে প্রায় ২০ মিনিট অনতিক্রান্ত হলে তাঁর মায়ের অবস্থার আরও অবনতি হয়।তখন তিনি দিশাহারা হয়ে কর্বত্যরত ডাক্তারের পা ধরার চেষ্টা পর্যন্ত করেন।কিন্তু পাষণ্ড ডাক্তার কোনভাবেই তাঁর (অর্পণ) মাকে দেখতে আসে না।এমতাবস্থায় ছটফট করতে করতে তাঁর মা মৃত্যুর কোলে ঢলে পড়ে।পরে কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হাসপাতালে উপস্থিত হলে ডাক্তার দায় এড়াতে চিকিৎসার নাটক শুরু করে।
সাংবাদিক অর্পণ মাহমুদ জানান,আশঙ্কাজনক অবস্থায় আমি মা'কে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যায়। জরুরি বিভাগের সামনে পৌঁছালে আমার মায়ের অবস্থার আরও অবনতি হয়।কিন্তু স্ট্রেচার না পাওয়ায় মা'কে জরুরি বিভাগের সেবা কক্ষে নিয়ে যেতে ব্যর্থ হই।কিন্তু মা'য়ের অবস্থা ক্রমশ সংকটাপন্ন হয়ে উঠে।তখন আমি কর্বত্যরত চিকিৎসক ইকবাল হাসান শোভনের কাছে যায়। তাকে ব্যাপকভাবে অনুরোধ করি।কিন্তু সে কোনভাবেই আমার মা'কে দেখতে তাঁর কক্ষের বাইরে আসে না।মা'য়ের অবস্থা আরও বেশি খারাপ হলে আমি তাঁর পা পর্যন্ত ধরতে যায়। কিন্তু সে না এসে আমার সাথে চরম দুর্ব্যবহার করে।ওই চিকিৎসকের অবহেলায়ই আমার মায়ের মৃত্যু হয়েছে। আমি ওই ডাক্তারের বিচার চাই।
সাংবাদিক অর্পণ মাহমুদের মায়ের মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু,কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু,সাধারণ সম্পাদক এ্যাড শামিম উল হাসান অপু এবং জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাংবাদিক অর্পণ মাহমুদের মায়ের মৃত্যুতে কুষ্টিয়ার
সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানিছেন এবং দোষীদের বিচারের জোর দাবি জানিয়েছেন।
No comments:
Post a Comment