কুষ্টিয়ায় পৃথক দুই ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে জেল ও জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯(গ) ধারা ভঙ্গের দায়ে ৩৬ (৫) ধারায় ২ জন মাদকসেবিকে নগদ ২ হাজার টাকা জরিমানা ও ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮:০০ টার সময় কুষ্টিয়ার কুমারখালির মহিষাখোলা এলাকায় এবং ১০.৩০ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ১)কুষ্টিয়া সদর উপজেলার বারখাখাদা ত্রিমোহনী এলাকার খোকন মুন্সির ছেলে আল সাফাত(২৬) ও ২)কুমারখালি উপজেলার মহিষাখোলা এলাকার আসমত শেখের ছেলে রাজু (২৭)।সাফাত ১ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড,অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রাজু ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড,অর্থ অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ।তিনি বলেন,মাদকমুক্ত সুস্থ সমৃদ্ধ সমাজ গড়তে এ অভিযান অব্যাহত
No comments:
Post a Comment