কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী আবারো সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ‘হিন্দু-মুসলিম’ প্রসঙ্গ টেনে ফেসবুকে নিজের মতামত জানালে, তাকে তীব্র ট্রোলিংয়ের শিকার হতে হয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে গায়িকাকে বিদ্রুপ, কটাক্ষ এবং হুমকির মুখে পড়তে হয়। যদিও পাল্টা জবাব দিয়েছেন তিনি, তারপরও ট্রোলিং বা থ্রেট বন্ধ হয়নি। অবশেষে সমস্ত পোস্ট ডিলিট করে দেন লগ্নজিতা।
শনিবার (৩০ নভেম্বর) লগ্নজিতা তার ফেসবুকে একটি পোস্টে লেখেন, ভেবেছিলাম এই হিন্দু-মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি, অনেক দিন, বছর, কাল আগেই। কোনো দিন ভাবিনি ২০২৪ সালে দাঁড়িয়ে, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে। এটা অতীত হয়ে গেছে, এমনটাই আমার ভাবনা ও চিন্তা ছিল।
এই পোস্ট করার পরই শুরু হয় তীব্র ট্রোলিং। অনেকেই মন্তব্য করেন, লগ্নজিতা কিছুই জানেন না এই বিষয় সম্পর্কে। আবার কেউ কেউ লেখেন, গায়িকাকে বাংলাদেশের শ্রোতা ধরে রাখতে হবে। এসব ট্রোল সয়ে নিয়ে গায়িকা পাল্টা জবাব দেন। তিনি লেখেন, অনেকে বলছেন, এই যে আমার হিন্দু-মুসলিম নিয়ে ভাগ করতে ইচ্ছে করে না, করছে না। এটার কারণ নাকি সিপিএমের ৩৪ বছরের শাসন, আমি নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে কী হয় কিছুই জানি না, আমি নাকি খুবই অশিক্ষিত, আমার আরো শিক্ষিত হওয়া উচিত ছিল ইত্যাদি ইত্যাদি।
তিনি আরো বলেন, তবে আমি তো হিন্দু-মুসলিম যে ভাই-ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনাদের থেকে শিখেছিলাম। তো রবীন্দ্রনাথ আর নজরুলও কি সিপিএম ছিলেন? জাস্ট জানতে চাইছি।
লগ্নজিতা এরপর বলেন, শুনুন, থ্রেট শুনে আজকাল হুমকিরও বিরক্ত লাগে। যে কোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে যা হয় আরকি। আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না। আমার গান গাওয়া নিয়ে আপনার এত সমস্যা কোথায়?
এছাড়াও, গায়িকা মহাত্মা গান্ধীর মন্তব্য শেয়ার করে লেখেন, তাহলে এখন থেকে আমি কংগ্রেস হয়ে গেলাম (যেভাবে আপনারা ট্রেন্ড ঠিক করে দিচ্ছেন আরকি)।
রবিবার, তার পোস্ট করার কিছুক্ষণের মধ্যে গায়িকা তার পুরোনো সব পোস্ট ডিলিট করে দেন। এরপর তিনি আরেকটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, আমার পরিবার (আমার ব্যক্তিগত জীবন) এবং আমার ব্যান্ড (আমার পেশাদার জীবন)-এর কাতর অনুরোধ, তাদের যেন আর অসম্মান না হয়, আমি আমার সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হলাম। সমালোচনাকারীরা, আপনার জিতে গেলেন। আনন্দ করুন।
এভাবে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্যের পর লগ্নজিতা চক্রবর্তী শেষ পর্যন্ত নিজের সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হন, এবং সমালোচনাকারীদের সাফ জবাব দেন।
No comments:
Post a Comment