কুষ্টিয়া, ০২ ডিসেম্বর’ ২০২৪॥ কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ ৪টি ইট ভাটায় ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর । এছাড়াও ১টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার থেকে অভিযান চালিয়ে উপজেলার টিপি আর ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার, এম আর ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, এবি ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও একে বি ব্রিকস ১লাখ ৫০ হাজার মোট ৬লাখ টাকা জরিমানা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তর অফিসের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম। এছাড়াও এএস এম ব্রিকস নামের আরো ১টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার প্রধান কেমিষ্ট্র হাবিবুর বাশারসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনার সময় ইট ভাটা মালিক ও শ্রমিকদের বাঁধার মুখে পড়তে হয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
No comments:
Post a Comment