Saturday, January 28, 2023

উজানগ্রাম আওয়ামিলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝেউজানগ্রাম আওয়ামিলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে পাচ শতাধিক কম্বল বিতরণ।



মাঘ মাস বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ,নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়।ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন। শনিবার দুর্বাচারা গ্রামে তার নিজ বাড়ি প্রাঙ্গণে নিজ উদ্যোগে দলিয় লোকজন কে সাথে নিয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রায় পাচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাহাঙ্গীর কবির লিপ্টন । শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নেতারা বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি,আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। তিনি আরো বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব,আলোচনা শেষে উক্ত আয়োজনে ও শীতবস্ত্র বিতরণে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গরিব দুঃখীদের ভালোবাসার পাত্র ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের যোগ্য সন্তান ত্যাগী নেতা জনাব মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা। প্রধান অতিথী-হিসাবে উপস্থিত ছিলেন জনাব মতিয়ার রহমান বিশ্বাস,সভাপতি (ভাঃ) ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বিশেষ অথিতি,জনাব আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান,সভাপতি, দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মোঃ সাবুবিন ইসলাম বীর মুক্তিযুদ্ধা, ও সাবেক চেয়ারম্যান ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ। মোঃ আব্দুল মজিদ মন্ডল, আহবায়ক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন কৃষকলীগ,জনাব একব্বার মুন্সি,সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগ, জনাব আব্দুল ওহাব খান,সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব অহিদুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব শাহিন আলম সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ সাবান আলি,সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ , মোঃ আতিয়ার রহমান মোল্লা,সাধারণ সম্পাদক ৮ ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ শাজাহান আলি,ইউ পি সদস্য ২ নং ওয়ার্ড, মোঃ ইস্কান্দার খান ৪ নং ইউ পি সদস্য,মোঃ আলা মুন্সি ৯ নং ইউ পি সদস্য,মোঃ সাদ আহম্মেদ ৭ নং ওয়ার্ড ইউ পি সদস্য, মোছাঃ সাবানা খাতুন ইউ পি সদস্য, মোঃ কামাল হোসেন, সভাপতি বিত্তিপাড়া বাজার বনিক সমিতি, মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগ, মোঃ আবু জাফর মাসুম,যুগ্ন -সাধারণ সম্পাদক বিত্তিপাড়া বাজার বনিক সমিতি,মোঃ বাবুল আক্তার ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক বিত্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়,অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন মোঃ মনিরুল ইসলাম, আপোষহীন ও বলিষ্ঠ ত্যাগি আওয়ামী লীগ নেতা,

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির লিপ্টন এলাকার মানুষের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। যা তার মানবিক চিন্তা ও দায়িত্ববোধ থেকে এই আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এই নেতার কাজ। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে জাহাঙ্গীর লিপ্টন ও তার দলিয় লোকজন অনেক বছর যাবত কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। পাচ শতাধিক কম্বল বিতরণ।

মাঘ মাস বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ,নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়।ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন। শনিবার দুর্বাচারা গ্রামে তার নিজ বাড়ি প্রাঙ্গণে নিজ উদ্যোগে দলিয় লোকজন কে সাথে নিয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রায় পাচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাহাঙ্গীর কবির লিপ্টন । শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নেতারা বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি,আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। তিনি আরো বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব,আলোচনা শেষে উক্ত আয়োজনে ও শীতবস্ত্র বিতরণে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গরিব দুঃখীদের ভালোবাসার পাত্র ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের যোগ্য সন্তান ত্যাগী নেতা জনাব মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা। প্রধান অতিথী-হিসাবে উপস্থিত ছিলেন জনাব মতিয়ার রহমান বিশ্বাস,সভাপতি (ভাঃ) ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বিশেষ অথিতি,জনাব আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান,সভাপতি, দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মোঃ সাবুবিন ইসলাম বীর মুক্তিযুদ্ধা, ও সাবেক চেয়ারম্যান ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ। মোঃ আব্দুল মজিদ মন্ডল, আহবায়ক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন কৃষকলীগ,জনাব একব্বার মুন্সি,সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগ, জনাব আব্দুল ওহাব খান,সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব অহিদুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব শাহিন আলম সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ সাবান আলি,সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ , মোঃ আতিয়ার রহমান মোল্লা,সাধারণ সম্পাদক ৮ ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ শাজাহান আলি,ইউ পি সদস্য ২ নং ওয়ার্ড, মোঃ ইস্কান্দার খান ৪ নং ইউ পি সদস্য,মোঃ আলা মুন্সি ৯ নং ইউ পি সদস্য,মোঃ সাদ আহম্মেদ ৭ নং ওয়ার্ড ইউ পি সদস্য, মোছাঃ সাবানা খাতুন ইউ পি সদস্য, মোঃ কামাল হোসেন, সভাপতি বিত্তিপাড়া বাজার বনিক সমিতি, মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগ, মোঃ আবু জাফর মাসুম,যুগ্ন -সাধারণ সম্পাদক বিত্তিপাড়া বাজার বনিক সমিতি,মোঃ বাবুল আক্তার ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক বিত্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়,অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন মোঃ মনিরুল ইসলাম, আপোষহীন ও বলিষ্ঠ ত্যাগি আওয়ামী লীগ নেতা, উল্লেখ্য, জাহাঙ্গীর কবির লিপ্টন এলাকার মানুষের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। যা তার মানবিক চিন্তা ও দায়িত্ববোধ থেকে এই আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এই নেতার কাজ। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে জাহাঙ্গীর লিপ্টন ও তার দলিয় লোকজন অনেক বছর যাবত কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

Wednesday, January 18, 2023

সন্ত্রাসী ও ভূমিদস্যু সনজু বাহিনীর মিথ্যা মামলার কবলে এবার কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান

 


কুষ্টিয়া সদর উপজেলার ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর   সন্ত্রাসী ভূমিদস্যু সনজু বাহিনীর মিথ্যা মামলার কবলে এবার কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ আব্দুল মান্নান।১৮জানুয়ারি-২০২৩ইং বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের কর্মকর্তাদের ব্যানারে পৌরসভার সার্ভেয়ার মোঃ আব্দুল মান্নান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনসাধারণ অতিষ্ঠ হয়ে গিয়েছে এই সন্ত্রাসী ও ভূমিদস্যু ওয়ার্ড  কাউন্সিলর আবু জাহিদ সনজু বাহিনীর অত্যাচারে। সরজমিনে গিয়ে জানা যায় তত্কালীন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল আলম (রাজা মেম্বার)এর পুত্র ক্রসফায়ারের আসামী হয়ে দীর্ঘ ১০বছর পলাতক থাকা বিএনপি নেতা বর্তমান পৌর ১৬নং ওয়ার্ড কাউন্সিল আবু জাহিদ সনজু ও তার ভাই সাবেক বিএনপি ছাত্রদলের ভিপি রনজু ও তাদের তিন ভাই তনজু, মনজু, রাজু গংয়ের পোশা  সন্ত্রাসী বাড়াদী এলাকার নেংরা আলমগীর আলম,বাবুল ড্রাইভার, মুন্তা,ইয়াকুব এর পুত্র শাহাবুল,সাইদুল, চা ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ী মিরাজ,খাইরুল ড্রাইভার সহ একাধিক সন্ত্রাসীদের মিথ্যা মামলায় ৯জন কে আসামী করা হয় পরবর্তীতে ৮জনের জামিন হলেও পৌরসভার সার্ভেয়ার মোঃ আব্দুল মান্নান এর জামিন হয়নি,এরই রেশ ধরে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে সার্ভেয়ার মান্নান সহ সর্বমোট ৯জনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার সনজু বাহিনীকে গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন এই মামলা যদি অনতিবিলম্বে প্রত্যাহার যদি না করা হয়,তাহলে পরবর্তীতে কঠোর বিক্ষোভ/অংশন/মিছিল/সমাবেশ/কর্মসূচি গ্রহণ করা হবে।এদিকে কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ডবাসী সহ এখন পুরো জেলার সর্বস্তরের জণগণের দাবি অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সঠিক তদন্তের মাধ্যমে সনজু বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক, যাতে করে পরবর্তীতে এইরকম নৈরাজ্য আর কোন সন্ত্রাসী সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার মাটিতে চালাতে না পারে।

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার সফল অভিযানে বিকাশ প্রতারক গ্রেপ্তার।



 

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার  সফল অভিযানে বিকাশ প্রতারক মফিজ কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর ২০২২ এ ফয়সাল আহমেদ (২৪) কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার জমা দেন । সেখানে তিনি তার স্ত্রী আয়েশা সিদ্দিকি এ্যানি(২৪) সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড হতে এক লক্ষ টাকা লোন নিয়েছিলেন। লোন পরিষদের  টাকা চেয়ে  প্রতারক শামসুর রহমান মফিজ সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক এর ম্যানেজার পরিচয় তার কাছ থেকে প্রতারণা করে ২ হাজার টাকা বিকাশের মাধ্যমে আত্মসাৎ করে।

 এ অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়া দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল  ১৮ জানুয়ারি ভোর ৪টার সময় রাজবাড়ী জেলার পাংশা থানার চর ঝিবাড়ী  গ্রামের নিজ বাড়ি থেকে সামসুর রহমান মফিজকে গ্রেফতার করে পুলিশ । সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়া ইনচার্জ মোঃ শাহ দারা খান (পিপিএম) তিনি জানান গত ২০ অক্টোবর ২০২২ একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে আসে তখন পুলিশ সুপারের নির্দেশে আমরা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করি। আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রতারক  বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভিন্ন ভিন্ন পরিচয় ফোন করে প্রতারণা করে আসছিল । কখনো ভূমি কর্মকর্তা ,কখনো ব্যাংক ম্যানেজার, তার আবার একটি ইউটিউব চ্যানেল ও আছে। সেখানে কিভাবে প্রতারণার হাত থেকে  বাঁচা যায় এই জাতীয় ভিডিও বানিয়ে থাকে । অথচ সে নিজেই একজন প্রতারক । এই প্রতারক চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা তদন্ত করছি । এই চক্রটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সড়িয়ে ছিটিয়ে আছে। তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে । সাধারন মানুষকে বলবো আপনারা সচেতন হন কোন বিষয় সন্দেহ হলে আইনি পরামর্শ ও আইনগত সহযোগিতা নিন। প্রতারক মফিজের সাথে কথা হলে সে বলে আমি দুই বছর যাবত এই জাতীয় কার্যক্রম করে আসছি । এবারি প্রথম পুলিশের হাতে ধরা পড়লাম।  এ সময় তার কাছ থেকে অপরাধ-কর্মে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন ,৩৪ টি সিম কার্ড ও ৪টি ক্রেডিট /ভিসা কার্ড উদ্ধার করা হয়।

Tuesday, January 17, 2023

প্রথম পর্ব দলিল লেখক কাউন্সিলার হওয়ায় : নাগরিক সেবায় ভোগান্তি

 কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানার আশা বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে।



কমতো অফিস না করার কারনে ভোগান্তিতে পড়েছেন পৌরসভর ২১ নং ওয়ার্ডে বসবাসকরী সাধারণ মানুষ। এতে নাগরিক সেবা পেতে বেগ পোহাচ্ছেন পৌরসভার সেবাপ্রার্থীরা। নতুন পৌর পরিষদের দায়িত্ব নেওয়ার মাত্র ১ বছরে মাথায় তার এই অনুপস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছেন না সচেতন মহল। সাধারণ সেবা প্রার্থীরা দ্রুতই এ সমস্যার সমাধান চান।

খোঁজ নিয়ে জানা যায়, সরাকারী বিধি মোতাবেক কুষ্টিয়াসহ সারা দেশেই শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের কার্র্যক্রম চলমান রয়েছে । সেই কারনে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাজে পৌরসভায় প্রতিনিয়ত ঘুরে হয়রানীর শিকার হচ্ছে । সধারণ সেবা গুলো পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে । অনেকেই আবার দিনের পর দিন ঘুরছে পৌর চত্বরে। জনগণের সেই হররানী আরো কয়েজকগুণ বেড়েছে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশা’র অনুপস্থিতির কারনে । লেজে-গোবরে এই অবস্থা থেকে প্রতিকার চেয়েছেন সাধারণ সেবা প্রার্থীরা । এদিকে পৌরসভার গেটে ঢুকেই দেখা যায় একাধিক সেবাপ্রার্থীরা দাঁড়িয়ে আছেন নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরের সন্ধানে । বিধি মোতাবেক জন্মনিবন্ধন আবেদন থেকে শুরু করে নাগরিক সনদ, প্রত্যায়নপত্র সবকিছুতেই প্রায়োজন হয় কাউন্সিলরের স্বাক্ষর। পৌর কাউন্সিলর উপস্থিত না থাকায় অপেক্ষমান সেবা গ্রহিতাদের মুখে দেখা যায় হতাশার ছাপ । নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবা গ্রহিতা বলেন, আমার মেয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ে । মেয়ের জন্মনিবন্ধনে নামের বানানে একটু আক্ষরিক ভুল আছে। এখন নতুন নিয়মে সেগুলো সংশোধন করাতে হলে, আমার এবং স্ত্রীর জন্মনিবন্ধনও করাতে হবে। যা সেবার নামে অতিরঞ্জিত করা হয়েছে । তিনি আরো বলেন, অল্প একটু ভূলের জন্য আজ এই ভোগান্তী । অথচ এর জন্য আমরা দায়ী নয় ।সামান্য এই কাজের জন্য ৫/৬ দিন পৌরসভায় এসেও কাউন্সিলর অনুপস্থিত থাকার কারণে তা সংশোধন করা সম্ভব হয়নি ।এটা জনগণের সেবার নামে মশকারি করা ছাড়া আর কিছুই নয় । আমরা এর প্রতিকার চাই । স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিলর হওয়ার আগে থেকেই আশা কুষ্টিয়া রেজিস্ট্রার অফিসে দলির লেখকের কাজ করেন । যার ফলে তিনি কখনোই নিয়মিত পৌরসভায় আসেন না । প্রশ্ন হলো একটি মানুষ একই সময়ে কিভাবে দুইটি কাজ করে ? অনিয়মের বিষয়ে পৌরকাউন্সিলর আশা,র মতামত জানতে চাইলে তিনি বলেন অপনারা যা ইচ্ছা তাই করেন । এ বিষেয়ে প্যানেল মেয়র শাহিন উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন তার ওয়ার্ডের সাধারন নাগরিকরা পৌরসভায় এসে তাকে না পেয়ে ঘুরে যাওয়ার কথা শুনেছি, আরেকটি দুখঃজনক কথা সে যদি সাংবাদিকে বলে থাকেন এ বিষয়ে যা ইচ্ছে তাই করেন এই কথাটি বলা তার ঠিক হয়নি।

Monday, January 16, 2023

কুষ্টিয়ায় কাউন্সিলরের উপর হামলার মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কারাগারে

 কুষ্টিয়ায় কাউন্সিলরের উপর হামলার মামলায় পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান কারাগারে 



কুষ্টিয়া শহরের পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর উপর অতর্কিতভাবে হামলা চালানোর ঘটনার মামলায় পোরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে কারাগারে প্রেরন করেছেন আদালত। 

রবিবার (১৫ জানুয়ারী) দুপুরের দিকে কুষ্টিয়া সদরের নিম্ন আদালতের বিচারক তাকে কাউন্সিলর সঞ্জুর উপর হামলার ঘটনার মামলায় জামিন না দিয়ে আব্দুল মান্নানকে জেল হাজতে প্রেরন করেছেন বলে জানা গেছে। 

সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ১০ জানুয়ারী) সকালে আবু জাহিদ সঞ্জু মোটর সাইকেল যোগে বাড়াদী ভাগাড়পাড়া মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের নেতৃত্বে  পূর্বপরিকল্পিতভাবে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এসময় আবু জাহিদ সঞ্জু সহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। এতে কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর মাথায় ১০ টা ও হাতে ৩ টা সেলাই ও সঞ্জু'র অন্য ভাই তঞ্জুর মাথায় ২৬ টা সেলাই দেওয়া হয়েছে। 

 হামলার ঘটনার পর দিন (১১ জানুয়ারী)  কুষ্টিয়া মডেল থানায় ৯ জনকে আসামী করে ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ এবং ১১৪ ধারায় মামলা দায়ের করেন ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জু'র ভাই রাজু আহম্মেদ । যার মামলা নং ২৪, তারিখ ১১ জানুয়ারী ২০২৩ ইং । সেই মামলার তিন নাম্বার আসামী ছিলেন কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান।

শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

 


একে তো মাঘ মাস তার ওপর রয়ে গেছে শৈত্যপ্রবাহের রেশ। মাঘের হাড় কাঁপানো তীব্র শীতে ঘরের উষ্ণতার মায়া ফেলে একদল তরুণ অসহায় শীতার্থদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে উষ্ণতার উপকরণ- একটি করে কম্বল! 

বৈশ্বিক মহামারির আঘাতে জর্জরিত নিন্ম আয়ের পেশাজীবীদের গরম কাপড় পৌঁছে দেন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। সোমবার (১৬ জানুযারি) দিনব্যাপী কুষ্টিয়ার খোকসার- খোকসা পৌরসভা, জানিপুর, শোমসপুর এবং জয়ন্তীহাজরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কম্বল দেয়া হয়।

মানবিক আবেদনের এ প্রয়াস বাস্তবায়নে সহায়তা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে সংস্থাটির কুষ্টিয়ার খোকসা ইউনিটের স্বেচ্ছাসেবীরা উপজেলার অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী- এমন ২ শতাধিক শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

শীতার্ত মানুষের কষ্ট নিবারণে যুব রেড ক্রিসেন্ট ইউনিট সবসময় পাশে থেকেছে বলে জানান স্বেচ্ছাসেবীরা। বলেন, তারই ধারাবাহিকতায় এ বছরও শীতার্থদের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট। 

প্রসঙ্গত, যুব রেড ক্রিসেন্ট খোকসা উপজেলা টিম এর আগেও নানা সংকট আর দুর্যোগ-সংকটে মানুষের পাশে থেকে কাজ করেছে। এর অংশ হিসেবে করোনাকালীন অবস্থায় মাস্ক, অ্যাম্বুলেন্স, অক্সিজেনসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী ভাইরাসআক্রান্ত রোগীদের কাছে পৌঁছে দিয়েছে।

এমবাপ্পের মামুলি মিসে রেনের কাছে হারলো পিএসজি


ছবি: সংগৃহীত


 ফরাসি লিগ ওয়ানে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। দ্বিতিয়ার্ধের ৫৫ মিনিটে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড। তবে, ম্যাচের ৭০ মিনিটে মেসির অবিশ্বাস্য পাসে ফাঁকা বল পেয়ে যান এমবাপ্পে। কিন্তু একা গোলরক্ষককে পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। আর তাতে ১-০ গোলে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের শিষ্যরা।

রেনের মাঠে লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতে হারের তেতো স্বাদ পেলো প্যারিসের দলটি। আরেক ম্যাচে ড্র করেছে।রোয়াজন পার্কে রোববার রাতে রেনের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ রেখে আক্রমণ শানাতে থাকে মেসি-নেইমাররা। অন্যদিকে, কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকবার পিএসজির রক্ষণভাগে ভাঙন ধরায় রেনে।

ম্যাচের ২০তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে পিএসজি। বক্সের সামনে থেকে মেসির বাঁ পায়ের সেই শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ২৮তম মিনিটে দোন্নারুম্মার দৃঢ়তায় বেঁচে যায় সফরকারীরা। কাছ থেকে কালিমুন্দোর জোরালো ভলি ফিরিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক। ৩৮তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে লভরো মাইয়ের শটও ঝাঁপিয়ে ঠেকান তিনি।

বিরতির আগে ভালো একটি সুযোগ তৈরি করে পিএসজি। বক্সের ভেতর মেসির প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। প্রথমার্ধে স্বাগতিক গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি পিএসজি। যার ফলে গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে দানিলো পেরেইরার জোরালো হেড ফিরিয়ে দেন রেনের গোলরক্ষক। যদিও গোল হলে বাতিলের খাতায় যুক্ত হতো। কেননা অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ম্যাচের ৫৬তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন গালতিয়ের। উগো একিতিকে ও নর্দি মুকিয়েলের জায়গায় নামান এমবাপ্পে ও আশরাফ হাকিমিকে

Sunday, January 15, 2023

সুন্দর বনের পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে হবে

 

কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব 


সুন্দর বনের পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে হবে 

কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব 

কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেছেন, গড়াই নদী ড্রেজিং এর মাধ্যমে সুন্দর বনের পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে এই ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। শহরের জুগিয়া এলাকায় তীর সংরক্ষন কার্যক্রমের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের বিষয় প্রশ্ন করা হলে, তিনি বলেন মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার হবে। 

রবিবার বিকেলে কুষ্টিয়ায় গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের ড্রেজিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরে গড়াই অফটেক এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীও উদ্বোধন করেন তিনি। 

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, খুলনা ড্রেজার বিভাগে প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) প্রকৌশলী আবদুল ওয়াহাব, ফরিদপুর বাপাউবো পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাজাহান সিরাজসহ কুষ্টিয়া পাপাউবো ও ভেড়ামারা ড্রেজার অপারেশন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Saturday, January 14, 2023

দৌলতপুরে গ্রাম পুলিশদের মাঝে পুনাক'র শীতবস্ত্র বিতরণ

 


কুষ্টিয়ার দৌলতপুর থানার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া।

শনিবার দুপুরে দৌলতপুর থানার নিজস্ব সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন পুনাক কুষ্টিয়া সভানেত্রী দিলরুবা আলম, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, সভাপতিত্ব করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। এসময় দৌলতপুর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন দৌলতপুরে বর্তমান  সকল গ্রাম পুলিশ। অনুষ্ঠানে অন্তত দেড়শো জনকে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে গ্রাম পুলিশের পক্ষে বক্তব্য দেন গ্রাম পুলিশ মিরাজুল , আশরাফুল ও শাহ আলম। 

আলোচনা পর্বে অতিথি হিসাবে  আরও বক্তব্য রাখেন, পুনাক সদস্য পুলিশ কর্মকর্তা রেশমা বেগম এবং পার্শ্ববর্তী ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার আহ্বায়ক তাশরিক সঞ্চয়, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বীন জোহানী তুহিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  মোতাচ্ছিম বিল্লাহ।

Friday, January 13, 2023

কুষ্টিয়ায় সন্ত্রাসী সনজু'র উত্তাপে অতিষ্ঠ এলাকাবাসী; নিরাপত্তা চান বাড়াদী এলাকার সাধারণ জনগণ

 



কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ডের বাড়াদী এলাকার তত্কালীন বিএনপি নেতা আশরাফুল আলম রাজা মেম্বারের পুত্র ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সনজু (বিএনপি কর্মী) ক্রস-ফায়ারের আসামী হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থেকে প্রকাশ্যে আশার পরে গোপনে বিএনপির খাঁচ কর্মী হয়েও আওয়ামিলীগে গা ঢাকা দেওয়ার অপচেষ্টা রুখে দিতে জেগেছে আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মীরা। আবু জাহিদ সন্জুর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। ভূমি  দখলবাজি, সালিশি বৈঠক করেন অর্থ নেওয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।১৬ নং ওয়ার্ডবাসী অভিযোগ করে বলেন, কাউন্সিলর আবু জাহিদ সন্জুর খেয়াল খুশি মতো কাজ না করলে, তার বিপক্ষে কেউ কথা বললে রাতের অন্ধকারে বাড়িতে গুন্ডা বাহিনী পাঠায়। তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসে। কাউন্সিলের গুন্ডা বাহিনীর ভয়ে আমরা কেউ মুখ খুলতে পারছি না। আমরা ১৬নং ওয়ার্ডবাসী আতংকে বসবাস করছি। কাউন্সিলর সন্জুর জিম্মিদশা থেকে আমরা মুক্তি চাই।এদিকে বাড়াদী ভাগাড়ের মোড়ের দোকান পাট খুলতে না দিয়ে অস্ত্র সহ পাহারায় সনজু গ্রুপের সন্ত্রাসী সায়েদ, মুন্তা,বাবুল ড্রাইভার, আলম মন্ডল,শহিদুল মন্ডল। এদিকে গত ১৩তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১২টার সময় আবারো ভুক্তভোগী কামরুজ্জামান কামু ও তার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে, দোকানপাট বন্ধ রাখতে বাধ্যকরে এই সনজু বাহিনী।ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে স্থানীয় দুইজন হকো মন্ডল ও রাজ্জাক শেখ দোকানে মালামাল আনতে গেলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মার মারে এই সনজু বাহিনীর সন্ত্রাসীরা। তাত্ক্ষণিকভাবে থানায় মামলা করতে গেলে এখন পর্যন্ত মামলা আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। তবে যথাসময়ে পুলিশ সরজমিনে সন্ত্রাসী সনজু বাহিনীকে গ্রেফতার করতে গেলে হামলার প্রধান সন্ত্রাসী আলম মন্ডল, বাবুল ড্রাইভার,চা ব্যবসায়ী মিরাজ,ইয়াকুব এর ছেলে শাহাবুল,সনজুর ভাই মনজু ও রনজু পালিয়ে যান।পরবর্তীতে পুলিশ সেখান থেকে ফিরে আসলেও এখন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেয়নি এ সন্ত্রাসী বাহিনীরা। এছাড়াও জমি দখল নিয়ে সে সকল স্থানে সন্ত্রাসী সনজু বাহিনীর টিম থেকে অস্ত্র নিয়ে পাহারায় রয়েছেন খায়রুল ড্রাইভার ও বাবুল ড্রাইভার। বাবুল ড্রাইভার একাধিকবার অস্ত্রের মামলায় জেল খেটেছে এবং আলম মন্ডল হত্যা মামলায় অনেক দিন জেল খেটেছে, এরা সকলেই অত্র ১৬নং ওয়ার্ড এর তথাকথিত কাউন্সিলর সন্ত্রাসী সনজু এর পোষা স্থানীয় সন্ত্রাসী।এদের অনেকের নামে বিভিন্ন সময় হত্যা মামলা,অস্ত্র মামলা সহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে।এদিকে সন্ত্রাসী সনজুর ভাই রনজু ছাত্রজীবনে পলিটেকনিকে বিএনপির ছাত্রদলের (ভিপি)ক্যাডার হয়ে একাধিক ছাত্রলীগের কর্মীকে আহত করেছিলো, এছাড়াও তত্কালীন বিএনপির সুরাপ (সাবেক এমপি)র সাথে দলবদ্ধ হয়ে আওয়ামিলীগের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে অস্ত্র সহ একাধিকবার গ্রেফতার হয়েছেন এই বিএনপির ক্যাডার সন্ত্রাসী চক্রের মূল হোতা আবু জাহিদ সনজু।এক পর্যায়ে এই আবু জাহিদ সনজু যার পড়ালেখার ও কোন ব্যাগরাউন্ড নেই, সন্ত্রাসী কর্মকান্ডই ছিলো ছোট্ট থেকে তার আগাগোড়া পেশা, বিএনপির আমলে বিএনপির হয়ে আওয়ামীলীগের একাধিক কর্মীর উপরে নির্মম অত্যাচার খুন রাহাজানির কারণে এই সনজু একপর্যায়ে ক্রস ফায়ারের আসামী বনে যায়, পরবর্তীতে গা ঢাকা দিয়ে নিজেকে ১০বছর আত্মগোপনে রাখে এই সন্ত্রাসী সনজু। অথচ এখন বেশিরভাগ সময় ফায়দা হাসিলের উদ্দেশ্যে কথায় কথায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য  মাহবুবুল আলম হানিফ (এমপি) ও কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান  আতাউর রহমান আতার নাম ভাঙ্গিয়ে তাদের মানক্ষুন্ন করতে ব্যস্ত এই সন্ত্রাসী সনজু ও তার ভাই বিএনপি ছাত্রদলের সাবেক ভিপি রনজু এবং তনজু সহ তার সন্ত্রাসী বাহিনীরা। এছাড়াও অভিযোগ উঠেছে এই বিএনপি পরিবারের পুত্র সনজু কাউন্সিলরের মূল উদ্দেশ্যই হলো সুক্ষভাবে নিজেদের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে দলের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লুটে সার্থ হাসিল করা এবং ত্যাগি আওয়ামী নেতাদের কথায় কথায় জামাত শিবির বলে মিথ্যা অপবাদ দেওয়া। এছাড়াও এই তথাকথিত কাউন্সিলরের নামে নিজ বাসার ২য় তলায় নারী দ্বারা দেহ ব্যবসা,একাধিক নারীর সাথে সম্পর্ক অবস্থায় হাতেনাতে ধরা,মাদক ব্যবসা,রানিং কাউন্সিলর ক্ষমতাবলে নিজ ওয়ার্ডের গরীব অসহায়দের জমি লিজ নেওয়ার কথা বলে কায়দা করে মূল কাগজ হাতিয়ে নিয়ে পুরো দখল নেওয়া,মঙ্গলবাড়িয়া বাজারের উপরে সরকারি জায়গায় গণশৌচাগারের অনুমতি নিয়ে সেখানে দোকান নির্মাণ করে অবৈধ ব্যবসা চালানো,এলাকার কোন বিচার আসলেই মোটা অংকের টাকার বিনিময়ে বিচারের রায় ঘুরিয়ে দেওয়া সহ একাধিক অপকর্মে এই কাউন্সিলর লিপ্ত বলে জানান ১৬নং ওয়ার্ডবাসী।আর এ বিষয় নিয়ে প্রতিবাদ করলে তাদের পুরো পরিবারের উপরে নেমে আসে সনজু গুন্ডা বাহিনীর ঝড়,গত ১০তারিখ রোজ মঙ্গলবার বাড়াদী এলাকার জমিদার মৌলভী মৃত নায়েব আলী মাষ্টার মারা যাওয়াতে সুযোগ মনে করে তাদের জমি আত্মসাৎ করতে সেই বাড়ির জমিতপ যায় এই কাউন্সিলর সনজু ও তার দুই ভাই রনজু ও তনজু সহ একাধিক গুন্ডা বাহিনী,যাওয়ার পরে সেই বাড়ির ভাইদের মধ্যে কামরুজ্জামান কামুর মাথায় পিস্তল ঠেকিয়ে বলে এই জমি তোদের হলেও আজ থেকে আমার,যদি টুঁশব্দ করিস তো তোদের ভাইয়ের মধ্যে এক ভাইকে চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দিবো, অতঃপর কামুর বাকি ভাই ইউসুফ, ইউনুস,হাদী বের হয়ে কামুকে বাচাতে আসলে সন্ত্রাসী কাউন্সিলর সনজু ও তার ভাই ছাত্রদলের সাবেক ভিপি রনজু ও তনজু সহ একাধিক সন্ত্রাসী বাহিনী হামলা করে তাদের উপর,এ পরিস্থিতিতে ইউসুফ,ইউনুস,কামু ও হাদী সোরগোল তুললে এলাকাবাসী জড়ো হয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গণধোলাই দেন সন্ত্রাসী সনজু বাহিনী কে।এছাড়াও বর্তমানে এখনো সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিটা মোড়ে মোড়ে সহ পুরো ওয়ার্ড জুড়ে সনজু বাহিনীর এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সমালোচনার তোলপাড় উঠেছে। সুশীল সমাজের দাবি অবিলম্বে এসকল হাইব্রিড সন্ত্রাসী সনজু বাহিনীদের চিন্হিত করে উৎখাত করা হোক।

কুষ্টিয়ায় ৬৬ সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর চেক প্রদান।

 

 


কুষ্টিয়ায় ১৩ জানুয়ারি শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংবাদিক কল্যাণ ট্টাস্টের চেক প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি,  জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান,  অ্যাড. শেখ হাসান মেহেদী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, বিএফইউজের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ।  সভার সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।   জেলার মোট ৬৬ জন সাংবাদিককে ১৪ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। আমরা বিশ্বাস করি গণমাধ্যম ষত স্বাধীন এবং বাঁধাহীন হবে গণতন্ত্র তত সমৃদ্ধ ও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সাংবাদিকদের কল্যাণে যা করছেন, যে অবদান রাখছেন তা অতীতের কোন সরকার করেনি। বঙ্গবন্ধু বাংলাদেশ  প্রেস কাউন্সিল গঠন করেছিলেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। তিনি আরও বলেন, রাষ্ট্র এবং সমাজের কল্যানে সাংবাদিকদের দায়িত্ব অনেক। সেটি যথাযথ পালন করলে তারা জনগনের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেন আর  যারা পারেনা তারা হন বিকৃত।  বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিক রয়েছে। 

প্রয়াত সাংবাদিকের পরিবার ৩ লাখ টাকা, ৫০ হাজার টাকা করে ১১ জন সাংবাদিক ও ৫৪ জন সাংবাদিক পেয়েছেন প্রধানমন্ত্রীর করোনাকালীন  আর্থিক সহায়তা ১০ হাজার টাকা করে ৫৪ জন সাংবাদিক প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন।

Thursday, January 12, 2023

দৌলতপুর সাংবাদিক ফোরামের বিশেষ মতবিনিময়




বুধবার রাতে হয়ে গেল দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়ার আয়োজনে 'বর্তমান এবং আগামীর দৌলতপুর, গণমানুষের গণমাধ্যম' শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী চলা এই মতবিনিময়ে অংশ নেন কুষ্টিয়ার দৌলতপুর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এতে আলোচনা হয়, কেমন আছে বর্তমান দৌলতপুর এবং কেমন হবে আগামীর দৌলতপুর। পাশাপাশি গণমাধ্যম প্রেক্ষাপট নিয়ে বিস্তর আলোচনা করেন অতিথিরা। দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়ার আহ্বায়ক, দেশে বেসরকারি রেডিও ও টেলিভিশন সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ'র আজীবন সদস্য সাবেক মিডিয়া এন্ড কমিউনিকেশন সেক্রেটারি, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সদস্য, সাবেক নির্বাহী সদস্য, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়ের সঞ্চালনায় এতে প্রধান  আলোচক ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্। 

বিশেষ আলোচক ছিলেন- দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দৌলতপুর জোনাল অফিসে নিযুক্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মির্জা কে ই তুহিন, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। 

স্বাগত আলোচক ছিলেন, দৌলতপুর সাংবাদিক ফোরামের সদস্য সচিব, দৌলতপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, ভোরের কাগজ প্রতিনিধি এস আর সেলিম। আলোচনায় অংশ নেন- সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহবুল ইসলাম, যুবলীগ নেতা সমাজ ও সাংস্কৃতিক কর্মী ওয়াসিম কবিরাজ, সাবেক ছাত্র নেতা মোমিনুর রহমান, তরুণ ইউপি সদস্য রিপন মণ্ডল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও স্বেচ্ছাসেবী সংগঠক তাশফীন আব্দুল্লাহ এবং দৈনিক আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি, দৌলতপুর সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য তামিম আদনান। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অপেশাদার সাংবাদিকতা, অখ্যাত গণমাধ্যমের কার্ড নিয়ে তার নিয়মিত অপব্যবহার আর না জেনে না বুঝে কাজ করার ব্যপক বিস্তার ঘটেছে, তার নেতিবাচক প্রভাব প্রতিনিয়ত সমাজে পড়ছে বলে আলোচকদের বক্তব্যে উঠে আসে।

বক্তারা বলেন, পাঠকের চাহিদার দিকেও খেয়াল রাখে না অনেকে, পাঠক হিসাবে তারা আরও বস্তুনিষ্ঠ ও পেশাদার খবর প্রত্যাশা করেন সকল গণমাধ্যমকর্মীদের কাছে। অনেকেই ভুলভাল বাক্য, ভুলে ভরা বানান আর মনগড়া কথা লিখে খবরের আদলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে থাকেন বলেও মত আসে। বক্তারা বলেন, গণমাধ্যম আর স্থানীয় সাংবাদিকদের মধ্যে এসব অভিযোগ একচেটিয়া নয়, অনেক গণমাধ্যম এবং সংবাদকর্মী আছেন, যারা পেশাদার ভাবেই জেলা-উপজেলায় কাজ করছেন।

মতবিনিময়ে কথা ওঠে, বর্তমান সরকারের চলতি মেয়াদে উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ ও রাস্তার কাজ শুরু হওয়ায় আর্থসামাজিক ও বাণিজ্যিক উন্নয়ন ঘটেছে ব্যাপক, উপজেলাব্যাপী অভাবনীয় ও রেকর্ড পরিমাণ উন্নয়ন ঘটেছে সড়ক যোগাযোগ ও শিক্ষা খাতে। দৌলতপুরে শিক্ষা-সড়কে অবকাঠামো এখন যে কারোর চোখে পড়ার মতো।  ডিজিটালাইজেশন ক্রমেই বাড়ছে উপজেলাটিতে এবং মানুষ অভ্যস্ত হচ্ছে বলেও মত দেন বক্তারা।

আগামীর দৌলতপুরে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় সকল এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ, উপজেলাজুড়ে কৃষি গবেষণা ও উন্নয়ন বেগবান, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নয়ন, স্থলবন্দর বাস্তবায়নের জোর চেষ্টা অব্যহত রাখা, ফায়ার সার্ভিস বাস্তবায়ন হওয়া, সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করার পাশাপাশি দৌলতপুরের সাংবাদিকদের আরও বেশি ঐক্য এবং আরও বেশি পেশাদারিত্ব বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরে নৈশভোজের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানস্থলকে বর্ণিল সাজে সাজানো হয়। এমন গুরুত্বপূর্ণ ও মনোমুগ্ধকর আয়োজন যেন ধারাবাহিকভাবে অব্যাহত রাখে দৌলতপুর সাংবাদিক ফোরাম, সে প্রসঙ্গে উৎসাহ জানান উপস্থিত বিশিষ্টজনেরা।

Tuesday, January 10, 2023

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় রিকশা চালক নিহত!

 কুষ্টিয়ায় বাসের ধাক্কায় রিকশা চালক নিহত!


কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় হানু শেখ (৬০) নামে একজন নিহত হয়েছে ।

বুধবার (১১ জানুয়ারি)সকালের দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের জুগয়াি পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানু শেখ জুগিয়া কলনি পাড়ার মৃত হোসনে শেখ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,হানু শেখ রিস্কা নিয়ে দাড়িয়ে ছিল এ সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশে জন্মে শিশুর জন্মসনদে জাতীয়তা উগান্ডা!

 


রাজশাহীর পুঠিয়ায় জন্মসনদে এক শিশুর মা-বাবার জাতীয়তা ভুল করে উগান্ডা লেখা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে ইউপি পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, সার্ভারের কারণে এমনটি ঘটেছে।

উপজেলার এক নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।তবে ওই শিশুর বাবার অভিযোগ, ভুলের বিষয়টি সোমবার ইউনিয়ন পরিষদে জানালে সংশোধনীর জন্য তাদের আবারও টাকা দিতে হয়েছে।


তবে ওই শিশুর বাবার অভিযোগ, ভুলের বিষয়টি সোমবার ইউনিয়ন পরিষদে জানালে সংশোধনীর জন্য তাদের আবারও টাকা দিতে হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম বলেন, ‘প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্মসনদের জন্য পরিষদে আবেদন করা হয়। সোমবার সকালে পরিষদ থেকে জন্মসনদটি তুলে আনা হয়।

পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তায় বাংলাদেশের পরিবর্তে ‘উগান্ডা’ লেখা। আর ওই সনদে ইউপি চেয়ারম্যান নিজেই সিল স্বাক্ষর করেছেন। ’
এ বিষয়ে পুঠিয়া সদর ইউপি চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু বলেন, ‘এটা আমাদের ভুল নয়, মাঝেমধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগী সংশোধনীর আবেদন করলে আমরা ঠিক করে দেব।

পৃথক ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবির জেল-জরিমানা

 

কুষ্টিয়ায় পৃথক দুই ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে জেল ও জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯(গ) ধারা ভঙ্গের দায়ে ৩৬ (৫) ধারায় ২ জন মাদকসেবিকে নগদ ২ হাজার টাকা জরিমানা ও ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮:০০ টার সময় কুষ্টিয়ার কুমারখালির মহিষাখোলা এলাকায় এবং ১০.৩০ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ১)কুষ্টিয়া সদর উপজেলার বারখাখাদা ত্রিমোহনী এলাকার খোকন মুন্সির ছেলে আল সাফাত(২৬) ও ২)কুমারখালি উপজেলার মহিষাখোলা এলাকার আসমত শেখের ছেলে রাজু (২৭)।সাফাত ১ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড,অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রাজু ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড,অর্থ অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ।তিনি বলেন,মাদকমুক্ত সুস্থ সমৃদ্ধ সমাজ গড়তে এ অভিযান অব্যাহত

দৌলতপুরে নিয়োগ বানিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

 


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বি.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য ও অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। ১০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায়  উপজেলার বি.সি.কে বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, দৌলতপুর উপজেলার বি.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি ৪টি সৃষ্ট পদে গত ২৫মে ২০২২ সাল তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় ম্যানিজিং কমিটি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর চারটি পদে সর্বমোট ২৮জন আবেদন করে। কিন্তু ম্যানিজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন মাষ্টার কোন প্রকার নিয়ম নীতি না মেনে, নিজের পছন্দ মত লোকবল নিয়োগ দেওয়ার জন্য নির্বাচিত সদস্যদের সাথে খোলামেলা আলাপ আলোচনা না করে, নির্বাচিত সদস্যের স্বাক্ষর না নিয়ে ১লা জানুয়ারী ২০২৩ সাল তারিখে নিয়োগ কমিটি গঠন করেছেন। লিখিত অভিযোগে আরোও উল্লেখ্য আছে, উক্ত বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন মাষ্টার উপজেলার মঈনুদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে কিভাবে অন্য আরেকটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হয়? সে প্রশ্নও তুলেছেন উপস্থিত এলাবাসী।

এদিকে উক্ত বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি অবৈধ মর্মে দু’টি মামলা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ্য আছে। যার মামলা নং-৩১৩/২২ এবং ২৮১/২২।

 

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একইসাথে সুসম্পর্ক রাখার চ্যালেঞ্জে বাংলাদেশ ভালো করছে’

 

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একইসাথে সম্পর্ক রাখা চ্যালেঞ্জ হলেও বাংলাদেশ সেটি ভালোভাবেই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এমনটা জানান মন্ত্রী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ স্থিতিশীল থাকাতেই উন্নত দেশগুলোর আগ্রহ বাড়ছে নিয়মিত। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সরকার আন্তরিক বলেও জানান তিনি। বিদেশি দূতাবাসগুলো পরামর্শ দিতে পারে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বাংলাদেশই করতে পারে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সমস্য থাকতে পারে। সেটা তাদের মাথাব্যথা। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। কারণ, কী কারণে তাদের মধ্যে অসুবিধা সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গেই বৈরিতা নয়- আমরা এই নীতিতে বিশ্বাস করি।

এর আগে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এসেছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। এছাড়া সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশ একসময় উন্নত দেশগুলোতে ভিসামুক্ত অবস্থায় ঢুকতে পারবে।

Monday, January 9, 2023

পর্তুগালের হেড কোচ হলেন রবার্টো মার্টিনেজ

 


বেলজিয়াম ও এভারটনের সাবেক ম্যানেজার রবার্টো মার্টিনেজ (৪৯) কে পর্তুগাল জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টারে মরক্কোর কাছে পরাজয়ের পর পদত্যাগ করেন দলটির সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। এবার সান্তোসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মার্টিনেজ। খবর বিবিসির।

সোমবার (৯ জানুয়ারি) বিবিসিকে দেয়া এক প্রতিক্রিয়ায় রবার্টো মার্টিনেজ বলেন, পৃথিবীর সেরা মেধাবী খেলোয়াড়দের নিয়ে তৈরি একটা জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমি পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমি জানি যে, আমাদের অনেক কাজ করার আছে। প্রত্যাশার চাপও আছে। ফেডারেশন যেভাবে এগিয়ে এসেছে তাতে আমিও আমাদের লক্ষ্য অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

মার্টিনেজ বলেন, যে ২৬ জন খেলোয়াড় কাতার বিশ্বকাপের দলে ছিলেন তাদের প্রত্যেককে নিয়ে আমি কাজ করতে চাই। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে অবশ্যই আমার মনযোগ থাকবে। আমি মাঠের সিদ্ধান্ত অফিসে না নিয়ে মাঠে নিতেই পছন্দ করি।

প্রসঙ্গত, মার্টিনেজ ২০১৩ সালে উইগানকে এনে দেন এফএ কাপ শিরোপা। এছাড়া লম্বা সময় এভারটনেরও কোচ ছিলেন তিনি। ২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেয়ার পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে সবদিকে। তার অধীনে থাকা বেলজিয়াম ২০১৮ সালের বিশ্বকাপ শেষ করে ৩য় স্থান থেকে।

র‌্যাফেল ড্রয়ের নামে আ.লীগ ও যুবলীগ নেতার জুয়া বন্ধ করল প্রশাসন

 র‌্যাফেল ড্রয়ের নামে আ.লীগ ও যুবলীগ নেতার জুয়া বন্ধ করল প্রশাসন

কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালী উপজেলায় ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের মেলার নামে অবৈধ র‌্যাফেল ড্রয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মেলায় র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া বন্ধ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

মোটরসাইকেল, বাইসাইকেল, টিভি, ফ্রিজসহ নানা রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছিল র‍্যাফেল ড্রয়ের টিকিট।

এতে লোভে পড়ে গ্রামের নিরীহ মানুষজন কিনছিলেন এসব টিকিট। মেলার আয়োজক ও র‌্যাফেল ড্র সংশ্লিষ্টরা এভাবে প্রতিদিন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জানতে পেরে দৌলতপুর ও কুমারখালী উপজেলা প্রশাসন র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া বন্ধ করে দিয়েছেন।

র‌্যাফেল ড্র বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

সাধারণ মানুষ বলেন, র‌্যাফেল ড্রয়ের আয়োজন বন্ধ করে দেয়ায় খুব ভালো হয়েছে। অবৈধ মেলার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ। র‌্যাফেল ড্রয়ের প্রভাব যুবক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মধ্যেও পড়েছিল। অনেকে লটারি কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটরবাইকসহ নানা পুরস্কার লাভের আশায় র‌্যাফেল ড্রয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক ও দিনমজুররাও টিকিট কেনায় আগ্রহী হয়ে উঠেছিল। প্রশাসন র‌্যাফেল ড্র বন্ধ করে দিয়ে মানুষদের রক্ষা করেছেন।

স্থানীয়রা জানান, মেলা উদ্বোধনের পরদিন থেকেই শুরু হয় লটারির টিকেট বিক্রি। মেলার গেট ছাড়াও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চেয়ার টেবিল বসিয়ে ২০ টাকা মূল্যের লটারির টিকেট বিক্রি শুরু করেছিল। এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা যোগে ঘুরে ঘুরে লটারির টিকেট বিক্রি করা হচ্ছিল। সারাদিন টিকেট বিক্রি শেষে রাত সাড়ে ১০টার দিকে মেলা চত্বরে লটারি ড্র অনুষ্ঠিত হয়।

তারা আরও জানান, মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন টিকেট কিনতে হুমড়ি খেয়ে পড়েন। দিনমজুর শ্রেণির লোকজন যা আয় করছেন সেই টাকায় বাড়ির বাজার না করে লটারির টিকেট কিনে বাড়ি ফিরছিলেন। আবার অনেকেই মোটরসাইকেল পুরস্কার পাওয়ার আশায় লোভ সামলাতে না পেরে অবৈধ এই লটারী জুয়ায় আসক্ত হয়ে পড়ছিল। অবশেষে লটারির টিকিট বিক্রি বন্ধ হওয়ায় আমরা খুব খুশী।

দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি। র‍্যাফেল ড্র সহ মেলার সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। মেলার নামে অনিয়মের কোনো সুযোগ নেই।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেছে। মেলার আয়োজকদের বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে লটারি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২ জানুয়ারি) কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়েছে। এই মেলার আয়োজন করেন পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়া। মেলা উদ্বোধনের পরদিন থেকেই শুরু হয় লটারির টিকেট বিক্রি।

অপরদিকে বুধবার (৪ জানুয়ারি) জেলার দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মেলা শুরু হয়। এরপর থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। মেলা আয়োজক কমিটির সভাপতি যুবলীগ নেতা বখতিয়ার রহমান বাচ্চু।

কুষ্টিয়া।

দৌলতপুরে খবর প্রকাশের পর অভিযান ইটভাটায়




বছরে মোট খড়ি পোড়ানোর হিসাব, ইটের বার্ষিক বাণিজ্য এবং অবৈধ ২৮ ইট ভাটার বিস্তারিত তুলে ধরে সম্প্রতি খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তার প্রেক্ষিতে কুষ্টিয়ার দৌলতপুরে বাড়তি নজর দেয় সংশ্লিষ্ট প্রশাসন। প্রতিবেদকেরা কথা বলেন স্থানীয় ও জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং  বনবিভাগেও। সোমবার ৯ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর ও দৌলতপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬ টি ইট ভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার কর্মকর্তারা এই অভিযান দিনভর পরিচালনা করেন।

উপজেলার ডাংমড়কা বাজার সংলগ্ন এম. আর. এন ব্রিক্স  এর স্বত্বাধিকারি সমেদ আলী শামীমকে তিন লাখ টাকা, একই এলাকার এন.বি.এল ব্রিক্স এর সত্তাধিকার মোহায়মেনুল হক কে ৫ লাখ, আদাবাড়ীয়ার  আর. ইউ .বি ব্রিকস এর স্বত্বাধিকারি রাজনকে ৫ লাখ,
কিশোরীনগর গ্রামের এস.আর.বি ব্রিক্স এর সত্তাধিকারি আহসান হাবিবকে তিন লাখ, দুঃখিপুর এলাকার  আর. এন. বি ব্রিকস এর স্বত্বাধিকারি আরিফুল ইসলামকে তিন লাখ টাকা এবং  গ্রাগপুর মাঠপাড়ার বি.এস.বি ব্রিকসের স্বত্বাধিকারি জাহাঙ্গীর আলমকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে দেয়া হয় প্রায় দু'লাখ কাঁচা ইট।

অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Friday, January 6, 2023

তীব্র শীতে উষ্ণতা ছড়াচ্ছে দৌলতপুরের গ্রামীণ মেলা

 



গ্রামীণ মেলা জমে উঠেছে কুষ্টিয়ার দৌলতপুরের শীতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে।


স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত বিজয় মেলাটি শুরু হয়েছে ৪ জানুয়ারি, চলবে মাসব্যাপী।


নাগরদোলা, সার্কাস,জাদু, র‍্যাফেল ড্র সহ বসেছে হরেক রকমের খাবার ও খেলনার দোকান।


মেলা আয়োজক কমিটির সভাপতি যুবলীগ নেতা বখতিয়ার রহমান বাচ্চু বলেন, বিজয়ের মাসে বাস্তবায়নের কথা থাকলেও আমরা সঠিক সময়ে সেটি পারিনি, অবশেষে শুরু হয়েছে, সুশৃঙ্খল ভাবে চলছে এবং ইতোমধ্যে জমে উঠেছে।


প্রতিদিনই দৌলতপুর ও পার্শ্ববর্তী উপজলা মিরপুর এবং ভেড়ামারা থেকে মেলায় ভিড় জমাচ্ছেন বিনোদন প্রেমীরা।


এর আগে মেলাটি উদ্বোধন করেন উপজেলাটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Thursday, January 5, 2023

ফ্ল্যাট বেচে দিলেন সোনম, তবে কি হাতে কাজ ফুরিয়ে এসেছে? লাভ হলো কত?

 বলিউডের তারকাদের আয়ের উৎস কি শুধুই অভিনয়? এক কথায় উত্তর- না। অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই রিয়েলস্টেটের ব্যবসা করেন। কিনে রাখেন একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কিংবা বাড়ি। ভাড়া দেন নয়তো পরে সুযোগ মতো লাভে বিক্রি করে দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার


সম্প্রতি অনিল কন্যা সোনম কাপুরও করলেন এমনই কাজ। তিনি তার বান্দ্রার একটি অভিজাত ফ্ল্যাট বিক্রি করলেন ৩২.৫ কোটি রুপিতে।

২০২২ সালে মা হন সোনম। এর আগে আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করে লন্ডনবাসী হন তিনি। হাতে তেমন বিশেষ কাজও নেই এখন। আগামী দিনে কোন ছবিতে তাকে দেখা যাবে, এমন কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তবে কি এ কারণেই ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সোনম? যদিও এমন কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট বেচে কতো লাভ করলেন সে খবর পাওয়া গেছে।

বান্দ্রার সিগনেচার আইল্যান্ড নামের বহুতল ভবনে ছিল সোনমের এই ফ্ল্যাট। ২০১৫ সালে তিনি এটি ক্রয় করেছিলেন মাত্র ১৫ কোটি রুপিতে। তার মানে দিগুণেরও বেশি দামে তিনি বিক্রি করে লাভ করলেন

১১ জানুয়ারি বিএনপি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করবে: তথ্যমন্ত্রী

 ১১ জানুয়ারি বিএনপি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) টেলিভিশন অভিনয় শিল্পী সঙ্ঘের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশঙ্কার কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী জানান, সম্প্রতি প্রমাণিত হয়েছে বিএনপি দেশে অস্থিরতা তৈরি করতে চায়। তবে ভবিষ্যতে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে নিয়ে উচিত জবাব দেয়া হবে। ওই দিন আওয়ামী লীগ সতর্ক থাকবো। সরকারের বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে বলেও জানান তিনি।

তামিম নয়, খুলনা টাইগার্সের অধিনায়ক রাব্বি

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে খুলনা টাইগার্স। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাব্বিকে অধিনায়ক করার বিষয়টি জানিয়েছে খুলনা।


রাব্বিকে অধিনায়ক করার পিছনে তারুণ্যের কথা বলা হয়েছে। ভিডিও বার্তায় খুলনা টাইগার্সের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম বলেন, তরুণরা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। এছাড়া সবারই নিজেকে প্রমানের সুযোগ দেয়া উচিত। এই আসরে রাব্বি অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্য প্রমাণ করবে এবং বাংলাদেশ আরও একজন তরুণ অধিনায়ক পাবে।

যদিও ধারণা করা হচ্ছিল এবারের আসরে খুলনার অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। তবে মোটামুটি চমক হিসেবেই রাব্বিকে অধিনায়ক করার ঘোষণা দিলো খুলনা।

Wednesday, January 4, 2023

কানস ফিল্ম ফেস্টিভ্যালে নমিনি অ্যাওয়ার্ড অর্জন করলেন আশিক রাজিব

 কানাডা সর্টস  ইন্টারন্যাশন ফিল্ম ফেস্টিভালে মেরিট আওয়ার্ডে ভূষিত হবার পর পুনরায়



সকলকে তাক লাগিয়ে ফ্রান্সে অনুষ্ঠিতব্য কানস্ ফিল্ম ফেস্টিভালে নমিনি অ্যাওয়ার্ড অর্জন করে পুনরায় বাংলাদেশকে বিশ্বের দরবারে গর্বিত করেছেন চিত্র নির্মাতা আশিক রাজিব। তার নির্মিত সাধক লালন সাঁইজি - The Divine Soul তথ্যচিত্রটির বিষয়বস্তু ছিল বাউল ধারার সাধক লালন সাঁইজির উপর ভিত্তি করে। কানাডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবল থেকে    ২০২২ সালে ৩০ নভেম্বর মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত  হবার পর গত সাত ডিসেম্বর ২০২২ তারিখে কানস ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে তথ্যচিত্রটি জমা দেওয়া হয়। পরবর্তীতে একুশে ডিসেম্বর 2022 তারিখে সম্মানিত জুরিবোর্ডের মেম্বার মার্ক এস বেরি -ফাউন্ডার এ জি এম মিউজিক ফিল্ম এন্ড টেলিভিশন এবং জিম রাইগাল পৃথিবী বিখ্যাত ভিজুয়াল এফেক্ট সুপারভাইজার তাদের সুদক্ষ বিচারে তথ্যচিত্রটি নমিনি অ্যাওয়ার্ডে ভূষিত হয়। যা বাংলার সুফিধারার তথ্য চিত্রকে বিশ্ব দরবারে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে। এই তথ্যচিত্রটি নির্মাণে তার সাথে যুক্ত ছিলেন আরো এক ঝাঁক তরুণ সহযোগী মুক্ত প্রাণ।যাদের মধ্যে আসিফ আরাফাত গালিব -প্রোগ্রাম কো-অর্ডিনেটর, আবু মিরাজ রুদ্র -ড্রোন পাইলট,রব রাইসন  স্ক্রিপ্ট রাইটার,সৌরভ কুমার-গিম্যাল শর্ট, কাজী ওহী-ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সুদূর আমেরিকা থেকে ছিলেন ইভান ক্রিস্টোফার। ভবিষ্যতে আরো সৃষ্টিশীল কাজ নিয়ে বাংলাকে তথা বাংলার শিল্প সাহিত্য দর্শন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে চান তরুণ মেধাবী এই চিত্র নির্মাতা আশিক রাজিব।

শেখ রাসেল স্পোর্টিং ক্লাব বিজয় মেলার নামে লটারির রমরমা বাণিজ্য!




নিজস্ব প্রতিবেদক: 

মোটরসাইকেল, বাইসাইকেল, টিভি, ফ্রিজসহ বিভিন্ন রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে র‌্যাফেল ড্রর টিকিট। প্রতিটি টিকেট বিক্রি হচ্ছে ২০ টাকা করে। লোভে পড়ে গ্রামের নিরীহ মানুষ কিনছেন এসব লটারি। মেলার আয়োজক ও র‌্যাফেল ড্র-সংশ্লিষ্ট এভাবে প্রতিদিন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। 


বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। 


এদিকে, আয়োজক কমিটির এসব লোভনীয় প্রস্তাবে প্রতিদিন হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছেন। শিশু, বয়োজেষ্ঠ্য থেকে সব শ্রেণির মানুষ লোভে পড়ে কিনছেন এসব লটারি। এসব কারণে এলাকায় চুরি ও অন্যায়-অত্যাচার বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সচেতন মহল। 


মেলার গিয়ে দেখা যায় র‌্যাফেল ড্রয়ের মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে টিভি, মোটরসাইকেলসহ নানা রকম পুরস্কার। মাইকে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এই মঞ্চের সামনেই টেবিল-চেয়ার পেতে লটারি বিক্রি করছেন একাধিক লটারি বিক্রেতা। এখান থেকে লটারি কিনছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিশুসহ অনেকেই। 


এছাড়াও শতাধিক গাড়িতে ৩০০-৪০০টি করে টিকেট নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করছে লটারি। প্রতিদিন গড়ে ১৫-২০ লাখ টাকার লটারি টিকেট বিক্রি হচ্ছে। এতে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। 


এদিকে, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব বিজয় মেলার নামে লটারি জুয়া চলায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এলাকাবাসীর মাঝে। মেলার নামে লটারি বন্ধ করার দাবি জানিয়েছে সচেতন মহল। এসব লটারি-বাণিজ্য বন্ধ না হলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 


এ ব্যাপারে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, লটারি বিক্রির বিষয়টি আমার জানা ছিলোনা। বিষয়টি জেনে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Monday, January 2, 2023

বছরের শুরুতেই ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহত ২ ফিলিস্তিনি

 

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি। সোমবার (২ জানুয়ারি) সকালে পশ্চিম তীরের জেনিন শহরে চালানো হয় এই অভিযান। খবর আরব নিউজ।

ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছে, গত বছর সেনা হত্যার সাথে জড়িত এক সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালানো হয়েছে ওই শহরে। এসময় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ইহুদি সেনারা। হত্যা করে দুই ব্যক্তিকে। তবে হতাহতের কোনো তথ্য স্বীকার করেনি ইসরায়েল।

গত একদশকের মধ্যে ফিলিস্তিনে সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল ২০২২। পশ্চিম তীরে চালানো অভিযানে দুই শতাধিক ফিলিস্তিনির প্রাণ যায়। সংঘাতে মৃত্যু হয় ২০ ইসরায়েলিরও।

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

 

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৪ জনের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। খবর সিএনএন এর।

সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোল্ড কোস্টে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনার পরই বালির ওপর আছড়ে পড়ে হেলিকপ্টার দুটি। প্রায় সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন উদ্ধারকারীরা।

এ নিয়ে কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর গ্যারি ওরেল এক সংবাদ সম্মেলনে বলেন, দু’টি হেলিকপ্টারের মধ্যে একটি ছিল চপার। মাঝ আকাশে সংঘর্ষের পর সমুদ্রের তীরে বালির মধ্যে আছড়ে পড়ে দুটি হেলিকপ্টার। সাথে সাথেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এগুলো। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।

মেসি-নেইমারের অভাব হাড়ে হাড়ে টের পেলো এমবাপ্পেরা

 ছবি: সংগৃহীত


হার দিয়ে বছর শুরু করলো পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে লেঁসের কাছে ৩-১ গোলে পরাস্ত হয়েছে এমবাপ্পেরা। মেসি-নেইমারবিহীন পিএসজি কতটা অসহায় হয়ে পড়েছিল সেটা পুরো ম্যাচেই দেখা যায়। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো পিএসজি।

বিশ্বকাপ জয়ের আমেজে থাকা মেসি এখনো ফেরননি দলে। আর আগের ম্যাচে লাল কার্ডের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমার। কিলিয়ান এমবাপ্পে কয়েক দফা ঝলক দেখালেও খুব একটা কার্যকর ছিলেন না।নিজেদের ঘরের মাঠে অ্যাডাম ফ্রাঙ্কোভস্কির দুর্দান্ত গোলে খেলার ৫ মিনিটেই লিড নেয় লেঁস। ৩ মিনিট পর অবশ্য একিটিকের গোলে সমতায় ফেরে পিএসজি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারিদের সমতা। ২৮ মিনিটে স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে নেন লোইস ওপেন্দা। ২-১ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় গালতিয়ারের শীষ্যরা।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ক্লদ মরিসের গোলে ব্যবধান বাড়ায় লেঁস। ৩-১ গোলে পিছিয়ে পড়ে কিছুটা মরিয়া দেখা গেলেও মেসি-নেইমারের অভাব বড্ড টের পায় পিএসজি। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।


উজানগ্রামে ছানোয়ার মোল্লা প্যানেলের দুই শতাধিক নেতা-কর্মী লিপ্টন প্যানেলে যোগদান



স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা প্যানেলের দুই শতাধিক নেতা-কর্মী জাহাঙ্গীর কবির লিপ্টন এর প্যানেলে যোগদান করেছে। গতকাল দুপুরে মৃত্তিকাপাড়া গ্রামের আতিয়ার রহমান ও সাইফুল ইসলামের বাড়ীতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন ও উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কার সিদ্দিক এর হাতে ফুলদিয়ে তাদের প্যানেলের দুই শতাধিক নেতা-কর্মী যোগদান করেন।

এসময় উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিয়ার রহমান, উজানগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ মন্ডল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ একব্বার হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহিন আলম, উজানগ্রাম ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ সাবানা খাতুন, ইউপি সদস্য মোঃ সাদ আহম্মেদ, মোঃ ইসকান্দার, শাজাহান, বিশিষ্ট সমাজসেবক মোঃ জামাত আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম, মোঃ শফিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নেতাদের সাথে কর্মীদের দুরত্ব, সাংগঠনিক কার্যক্রম না থাকা সহ নানা অভিযোগে তৃণমুলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দীর্ঘ ¶োভ হতাশার কারনে এই প্যানেল পরিবর্তন বলে জানিয়েছে যোগদানকারী নেতা-কর্মীরা।

কুষ্টিয়ায় ষ্টেশনের সংস্কারের দাবিতে আপ বাংলাদেশের গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট এষ্টেশনের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। আর তাই এই সমস্যা দূরীকরণে কোর্ট ষ্টেশনের প্লাটফর্...